ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। সংঘর্ষের কারণে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এই সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরিবহনের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের দুটি বাস ভাঙচুর করে। ঘটনাটি আধিপত্য বিস্তার ও স্লেজিং-বুলিংয়ের মতো দ্বন্দ্বের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

এক মাস আগে, ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা নিরসনের জন্য ‘শান্তি চুক্তি’ হয়। ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীরা প্রতীকীভাবে পরস্পরকে গোলাপ দিয়ে বরণ করেছিল। দুই কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং নিউমার্কেট থানার পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কিন্তু আজ সেই অঙ্গীকারও কার্যকর হয়নি এবং শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। এলাকায় থাকা পথচারী ও স্থানীয়রা উত্তেজনা বিষয়ে সর্তক থাকলেও ক্ষতি-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh