আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত করল আপিল বিভাগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ মে ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছে আপিল বিভাগ।

তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টকে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়।

পরে ১১৫ জন আইনজীবী হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি নিয়ে জামিন স্থগিত রাখার আদেশ দিয়েছে আদালত।

জামিনের মেয়াদ শেষে গত ছয়ই এপ্রিল ৮৩ জন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাদের কারাগারে পাঠায় আদালত।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh