মিনায় পৌঁছেছেন বাংলাদেশের হজযাত্রীরা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ জুন ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ

৮ জিলহজ্বে মিনায় পৌঁছেছেন বাংলাদেশের হজযাত্রীরা। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক হজযাত্রীদের সঙ্গে মিনায় অবস্থান করছেন বলে বুধবার ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীদের সঙ্গে বাংলাদেশের ৮৬ হাজার ৯৫৮ জন হজযাত্রী এবার মিনায় অবস্থান করছেন। মিনার বিস্তীর্ণ প্রান্তর এখন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত। সেলাইবিহীন ইহরাম পরে হাজীরা বিত্ত-বৈভব, কামনা-বাসনা ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমাপ্রার্থনায় মগ্ন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনায় গতকাল মঙ্গলবার (৩ জুন) রাত থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হাজীরা মিনায় আসতে শুরু করেন। যাতে কেউ ভিড়ে পড়ে না যান, সে জন্যই এই আগাম নির্দেশনা।

আজ (বুধবার) রাতেই মিনার তাঁবু ছেড়ে হাজীরা আরাফাতের উদ্দেশ্যে রওয়ানা হবেন। হজের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা, যা ফরজ। আগামীকাল ৯ জিলহজ্ব সূর্য হেলে পড়ার পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সময়টুকু সেখানে অবস্থান করতে হবে।

এরপর মাগরিবের নামাজ না পড়েই হাজীরা মুজদালিফায় রওয়ানা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করে তারা রাত যাপন করবেন।

ধর্মপ্রাণ মুসলমানদের এ আত্মশুদ্ধির যাত্রায় এ বছর সারা বিশ্ব থেকে প্রায় ১৪ লাখ ৭০ হাজার হাজী অংশ নিচ্ছেন। স্থানীয় হাজীসহ এই সংখ্যা ২০ লাখ ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh