অতিরিক্ত ডিআইজির চার পদে রদবদল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ

কোরবানির ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার (১৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে:

আলি আকবর খান, রেঞ্জ রিজার্ভ ফোর্স (RRF)–এর কমান্ড্যান্ট,

মোহাম্মদ শামসুল হক, চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক,

নজরুল ইসলাম, ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তা—
এই তিনজনকে অপরাধ তদন্ত বিভাগে (CID) বদলি করা হয়েছে।

অন্যদিকে, সিআইডিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তারকে বদলি করে ঢাকার রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বছর কোরবানির ঈদ উদযাপিত হয় ৭ জুন। ঈদ উপলক্ষে সরকার ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছিল। ছুটির পর রবিবার প্রথম কার্যদিবসেই সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়। এরই অংশ হিসেবে পুলিশের গুরুত্বপূর্ণ পদে এই রদবদল আনা হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে কাজের গতি আনতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের অভ্যন্তরীণ কার্যক্রমে গতিশীলতা ও দক্ষতা বাড়ানো এবং সিআইডির কার্যক্রম আরও কার্যকর করাও এই রদবদলের উদ্দেশ্য।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh