ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাতটি ককটেল উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের প্রাঙ্গণে কাঠবাদামগাছের নিচ থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।

সকাল ছয়টার দিকে আইন অনুষদের সামনে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী ককটেলগুলো দেখতে পান এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে জানান। পরে শাহবাগ থানা-পুলিশকেও বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘‘ঘটনার ফুটেজ আমরা সিসিটিভিতে দেখেছি। তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’’

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh