সাবেক সিইসি এটিএম শামসুল হুদার ইন্তেকাল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার মরদেহ বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।

এটিএম শামসুল হুদা বাংলাদেশের অন্যতম বর্ষীয়ান প্রশাসক ছিলেন। ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি। তার নেতৃত্বেই ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বহুল আলোচিত ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন, যেটিকে বাংলাদেশে অবাধ ও সুশৃঙ্খল নির্বাচনের অন্যতম উদাহরণ হিসেবে ধরা হয়।

এর আগে প্রশাসনে দীর্ঘ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের জন্য প্রশাসনে ও নির্বাচন ব্যবস্থাপনায় তিনি একটি নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও প্রজ্ঞাবান। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তার জানাজা ও দাফন সংক্রান্ত বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh