১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ৭:৩২ পূর্বাহ্ণ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২৬ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১২১ কোটি ২০ লাখ ৫৪ হাজার।

রবিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার।

এছাড়া, রাষ্ট্রমালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮০ লাখ ১০ হাজার ডলার।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh