ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ

বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এ ঘোষণা করেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মঙ্গলবার তিনি এক্স পোস্টে বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। এ ছাড়া ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোরভাবে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইসরায়েলের বিরুদ্ধে যার মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা করা। খবর: আল-জাজিরার।

তিনি আরও বলেন, ফিলিস্তিনে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে গাজার অবস্থা খুবই ভয়াবহ।

এদিকে জুলাইয়ের শেষে ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছিলেন, তার দেশ আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। পাশাপাশি আরও একাধিক দেশ এ সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। আবার কেউ কেউ স্বীকৃতির ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে।

চলতি বছরের এপ্রিলে ১৪৭টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যা জাতিসংঘ সদস্যের সদস্যভুক্ত দেশগুলোর প্রায় ৭৫ শতাংশের প্রতিনিধিত্ব করে।

বেলজিয়াম জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৫৬ জন। এর আগে জুলাইয়ে দেশটির প্রসিকিউটররা ইসরায়েলি দুজন সেনার বিরুদ্ধে গাজায় নৃশংসতার অভিযোগে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ জানায়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh