সব
স্বদেশ বিদেশ ডট কম

মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তার পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেন।
শুক্রবার (১৭ অক্টোবর) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
প্রটোকল প্রধান হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাকে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা দ্বিপাক্ষিক ও পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন ।
হাইকমিশনার উইসমা পুত্রায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডারসেক্রেটারির সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে বিভিন্ন সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
এ সময় ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, কাউন্সিলর (রাজনৈতিক) এবং চ্যান্সেরির প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হুসেন উপস্থিত ছিলেন।