সব
স্বদেশ বিদেশ ডট কম
পূর্ব লন্ডনের একটি হলে ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সহসভাপতি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছের যৌথ পরিচালনায় সভা শুরু হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা হাফিজ আবুল হাসান এবং স্বাগত বক্তব্য দেন সহসভাপতি শামীম শাহান।
সভায় বিগত মেয়াদের কার্যক্রম পেশ করেন সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানিত স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার মো. আহবাব হোসেন, কাউন্সিলর সিরাজুল ইসলাম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমদাদুল হক চৌধুরী, দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, সাবেক ডেপুটি মেয়র মো. শাহিদ আলী এবং কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রব, মসিউর রহমান শাহীন, হামিদুর রহমান চৌধুরী আজাদ, সহসভাপতি মাওলানা আব্দুল আউয়াল হেলাল, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে এম মাছুম, সহ সাধারণ সম্পাদক ও সদস্য সচিব হাসনাত চৌধুরী, সদস্য আব্দুল লতিফ লছনু, এনায়েতুল কিবরিয়া চৌধুরী, শ্রী চিত্রাদীপ পুরকায়স্থ ঝুমুর এবং মো. রুহুল আমিন।
বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সুষ্ঠুভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। বিপুল সংখ্যক জকিগঞ্জবাসীর উপস্থিতির মধ্য দিয়ে সভার শেষে সভাপতি বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
পরবর্তী পর্বে নির্বাচন কমিশনার শিহাব আহমদ চৌধুরী সাবু, মাওলানা শেহাব উদ্দিন ও মো. আব্দুল বাছিত চৌধুরী নতুন কার্যকরী কমিটি (২০২৫–২০২৮) ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন কমর উদ্দিন চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মো. আব্দুল কুদ্দুছ এবং কোষাধ্যক্ষ হিসেবে রাসেল আলম চৌধুরী বাবু। মোট ৬৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির পাশাপাশি সাত সদস্যের উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়।
পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নিজেদের প্রতিক্রিয়া জানান।
সভায় রাফেল ড্র–এর বিজয়ী আব্দুল বাছিত মুকুল, বুলবুল আহমদ ও আবিদুর রহমানকে “রীহ আল মাদিনাহ” কোম্পানির পক্ষ থেকে প্রধান অতিথি কাউন্সিলর সুলুক আহমদ, নবনির্বাচিত সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু এবং কোম্পানির ডিরেক্টর মাওলানা ফরিদ আহমদ চৌধুরী পুরস্কার প্রদান করেন।
শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।