চট্টগ্রামে ভেসে আসল ৯০ কেজি ওজনের মৃত ডলফিন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০, ৯:৪৯ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় একটি বিরল প্রজাতির মৃত পিংক ডলফিন ভেসে এসেছে। এ ডলফিন দৈর্ঘ্যে আনুমানিক ৭ ফুট হবে, যার ওজন হবে আনুমানিক ৯০ কেজির চেয়ে বেশি। শুক্রবার ভোরে ভেসে আসা মৃত পিংক ডলফিন সৈকতের পাথরের ওপর পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন পর্যটকরা।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জিসান জানান, আমরা শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে স্বপরিবারে বেড়াতে যায় আনুমানিক রাত ৩ টায় দেখতে পেলাম এ পিংক ডলফিনটি সমুদ্রের পানিতে ভাসছে। আমার ছোট ভাই সাগরে নেমে এ মাছকে পাথরে রেখেছে। সমুদ্র গর্ভ থেকে ভেসে আসা এ মাছকে পানি থেকে পাথরের ওপর তোলার পর দেখা গেল নিথর দেহ পড়ে আছে। তার পেট থেকে নারি ভুরি সব বেরিয়ে এসেছে। হয়তো জাহাজের সাথে আঘাত লেগে মারা গেছে।

এদিকে পিংক ডলফিন মহাসাগরীয় একটি নিরীহ প্রাণী। এটি লবণ সহ্য করতে পারার একটি প্রজাতি। এরা মূলত বঙ্গোপসাগরের সাথে বিভিন্ন নদীর সংযোগস্থলে বিচ্ছিন্নভাবে থাকে। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। এ প্রজাতির ডলফিনকে ইরাবতি ডলফিনও বলা হয়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...