‘কক্সবাজারে মাদকব্যবসায় জড়িতদের নতুন তালিকা হবে’

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ৫:৩৩ অপরাহ্ণ

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেছেন, যে উদ্দেশ্য নিয়ে কক্সবাজার জেলা পুলিশে পরিবর্তন করা হয়েছে সেটি আমরা বাস্তবায়ন করতে চাই। মাদকব্যবসার সাথে যারা জড়িত আছে নতুন করে তাদের তালিকা তৈরি করা হবে। ওই তালিকা মতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি জানান, কক্সবাজারে যোগদান করা পুলিশের সকল সদস্য চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত রয়েছে। সবাই আসার আগে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। এখানে অপরাধ প্রবণতা দূর করার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।

তিনি মঙ্গলবার সকালে চকরিয়া থানা পরিদর্শনে যান। পর্যায়ক্রমে কক্সবাজারের আটটি থানা পরিদর্শন করবেন। পরিদর্শনকালে ডিআইজি বলেন, নবাগত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দিক নির্দেশনা প্রদানের জন্য কক্সবাজার পরিদর্শন করছেন তিনি। এখানে ২ দিন অবস্থান করে সার্বিক বিষয়ে নির্দেশনা প্রদান করবেন।

ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজারে একসাথে সকল পুলিশ সদস্যদের বদলীকে একটি নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন। এই কক্সবাজারে যোগদানকারী পুলিশের নতুন সদস্যরা জেলার সার্বিক পরিস্থিতির উন্নয়নে কাজ করবেন এটাই আশা করেন তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...