সঠিক উপায়ে করোনাভাইরাস জয় করা সম্ভব

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ১০:৫০ অপরাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পক্ষ থেকে বলা হয়েছে- বিশ্বের দেশগুলো যদি সঠিক উপায়কে কাজে লাগায় তাহলেই দ্রুত কোভিড-১৯ মহামারি জয় করা যেতে পারে।

ফিন্যান্সিয়াল টাইমসের এক অনলাইন আফ্রিকা সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সোমবার বলেন, আমরা যদি আমাদের হাতে থাকা হাতিয়ারের সঠিক ব্যবহার করি তবে দ্রুতই একে (কোভিড-১৯) নির্মূল করতে পারব। আর যদি তা না করি তবে এই ভাইরাস দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকে যাবে। এটি আমাদের সঙ্গে অনেক অনেক দিন থেকে যেতে পারে।

কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে নিশ্চিত কার্যকর কোনো ওষুধ বা চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। নেই টিকাও। ফলে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় ভাইরাস সংক্রমিত হওয়া থেকে নিজেদের রক্ষা করা। এজন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে।

বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস মোকাবেলায় কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্বই সবচেয়ে ভাল হাতিয়ার।

এছাড়াও, করোনাভাইরাস মোকবেলায় আছে ট্র্যাকিং অ্যাপের মতো বেশ কিছু উচ্চ-প্রযুক্তিগত এবং ডিজিটাল হাতিয়ারও। তবে এখন পর্যন্ত মারাত্মক সংক্রামক এ রোগটিকে নির্মূলে একটি ‘টিকা’ হাতে পাওয়াকেই সবচেয়ে কার্যকর উপায় বলে ভাবা হচ্ছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...