সব
স্বদেশ বিদেশ ডট কম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও তার স্ত্রী নাসরিন আহমদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুজনই বাসায় চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো আছে।
বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর। তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় করোনায় আক্রান্ত হয়েছেন। স্যার আজকে রিপোর্ট পেয়েছেন, পজিটিভ শনাক্ত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মন্ত্রীর সহধর্মিনী অধ্যাপক নাসরিন আহমেদেরও চারদিন আগে করোনা পজিটিভ আসে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য।’
ইমরান আহমদ সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইন ঘাট, কোম্পানিগঞ্জ) আসন থেকে ছয় বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৪৮ সালের ২২ ফেব্রুয়ারি ভারতের আম্বালায় তার জন্ম।
ষষ্ঠবার নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদকে গত বছরের ৭ জানুয়ারি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী করা হয়। পরে ওই বছরেরই ১৪ জুলাই তাকে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
Developed by:
Helpline : +88 01712 88 65 03