সব
সিলেট অফিস,
ফ্রান্সে বিশ^নবী (স.) এর অবমাননার প্রতিবাদে গতকাল শুক্রবারও বিক্ষোভ হয়েছে সিলেট নগরীসহ বিভিন্ন এলাকায়। এসব বিক্ষোভ সমাবেশ থেকে মহানবী স. এর অবমাননার বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করা হয়।
ইসলামী আন্দোলন : ফ্রান্সে বিশ^নবী (স.) এর অবমাননার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ১৪নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার বাদ জুমআ এক বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর কালিঘাট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, ফ্রান্সে একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে ৬ মিলিয়ন সংখ্যালঘু মুসলমান আজ চরম নির্যাতনের শিকার হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ইসলামের সাথে সন্ত্রাসবাদের নাম যুক্ত করে রাসূল স. এর শানে বেয়াদবি করছে এজন্য তাকে বিশে^র মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। বিশে^র ২০০ কোটি মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৪নং ওয়ার্ড শাখার সভাপতি মো. শাহ জালাল মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটরী মো. সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। আরও বক্তব্য রাখেন কোতোয়ালী থানা সভাপতি মো. আনোয়ার হোসাইন, সেক্রেটারী মো. আনোয়ার হোসেন, ১৪নং জয়েন্ট সেক্রেটারী মো. ইয়াসিন আহমদ, ইসলামী যুব আন্দোলন ১৪নং ওয়ার্ড সভাপতি মো. আনিসুর রহমান, সহ সভাপতি মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
সোনারপাড়া এলাকাবাসীর মানববন্ধন: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বৃহত্তর সোনারপাড়া এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা নগরীর শিবগঞ্জবাজার পয়েন্টে সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহবুবুর রহমান।
আতিকুর রহমান নগরী ও আব্দুল্লাহ আরাফাতের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন-জামিয়া হাতিমিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা দিলওয়ার বিন শফিক, মুজাম্মিল জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ, আব্দুল গণী জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আকবর হোসেন চৌধুরী, বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা নূর আহমদ কাসেমী, রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশরাফ উদ্দিন, ইসমাইল মাহমুদ সুজন প্রমুখ। মানববন্ধনে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানিয়ে সরকারকে ফ্রান্সের সাথে সব ধরণে সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।পরিশেষে মাওলানা নূরুল ইসলাম এর মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়্
কুলাউড়া : ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুলাউড়া শহরে সমমনা ইসলামী দলের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম’আ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরস্থ চৌমুহনীতে সমমনা ইসলামী দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওঃ বদরুদ্দীনের নেতৃত্বে ও হাফিজ কামরুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে মহানবীর বিরুদ্ধে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন মাওঃ আনোয়ার হুসাইন ও মাওঃ আজিজ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা মুসলিম জাতিকে ফ্রান্সের পণ্য বয়কট ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান রক্ষায় সদা সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফ্রান্স সরকারের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার জন্য বাংলাদেশ সরকারের নিকট আবেদন জানান। উক্ত প্রতিবাদ সমাবেশে সমমনা ইসলামী দলের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03