মালয়েশিয়ায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বাংলাদেশির মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১:২২ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় সুয়ারেজ প্ল্যান্ট ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে এক বাংলাদেশিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে রাজধানী কুয়ালালামপুরের পান্তাই ডালামের ১নং জালান পান্তাই পারমাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই বাংলাদেশির পরিচয় পাওয়া এখনও জানা যায়নি।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন অফিসার হাজমত জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ৬ পরিচ্ছন্নকর্মীর দুর্ঘটনার খবর তাদের কাছে পৌঁছায়।

দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুইজন নিজেদের বাঁচাতে পারলেও পরে দমকল বাহিনী এসে সুয়ারেজ প্ল্যান্ট ট্যাংক থেকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার এবং আরেকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠান।

তিনি আরও জানান, সুয়ারেজ প্ল্যান্ট ট্যাঙ্কের ভেতর বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। ওই গ্যাসের কারণে সেখানে অক্সিজেন না থাকায় দম বন্ধ হয়ে বাংলাদেশিসহ স্থানীয় আরও দুই নাগরিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে, অফিসার হাজমত মামলাটি পরবর্তী তদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...