করোনায় আক্রান্তদের রোগমুক্তি কামনা করে ক্যাম্পেইন ফর রিকগনিশন ইউকের দোয়া মাহফিল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ৩:৪১ পূর্বাহ্ণ

ক্যাম্পেইন ফর রিকগনিশন ইউকের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত বিসিএ’র প্রেসিডেন্ট, সাবেক ছাত্রনেতা এম আব্দুল মুনিম, যুক্তরাজ্য জাসদের সহ-সভাপতি মুজিবুল হক মনি ও সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর, বিসিএ’র সহ সভাপতি ফয়জুল হক, বিশিষ্ট ক্যাটারার্স কামরুজ্জামান জুয়েল, যুক্তরাজ্য জাসদ নেতা রেদওয়ান খান ও যুবলীগ ইউকের সাধারণ সম্পাদক সেলিম খান এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসে আক্রান্তদের দ্রুত সুস্থতা এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করে ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ২৮ ডিসেম্বর সোমবার ৫টায় কাউন্সিলর পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং সৈয়দ হাসান আহমদ, মতিউর রহমান মতিন এবং মুহাম্মদ শাহজাহান আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বৃটেনের বিভিন্ন পেশার কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মোঃ আব্দুল ওয়াদুদ এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফেরদৌস রহমান।

ভার্চুয়ার এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিসিএ’র সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, বিসিএ’র সাবেক সভাপতি কামাল ইয়াকুব, যুক্তরাজ্য জাসদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, দেওয়ান শাহেদ চৌধুরী, স্পীকার অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেন, সাবুল শামসুজ্জামান, মোহাম্মদ ফজল উদ্দিন, জসিম উদ্দিন, মাহমুদুর রহমান শাহনুর, আব্দুল হালিম চৌধুরী, রেদওয়ান খান, সাঈদুর রহমান বিপুল, মতিউর রহমান সুজন, বিসিএ’র সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী ও সাবেক সেক্রেটারী অলি খান এমবিই, মোহাম্মদ আব্দুল মতিন, সিরাজ আহমেদ, মোহাম্মদ শওকত, নওশাদ নুর, মুহিব উদ্দিন চৌধুরী, কিবরিয়া চৌধুরী, আমিনুল হক জিলু, মেহেরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, এমরান আহমদ, ইয়ামিন দিদার, মুস্তাফিজুর রহমান, জামাল খান, সুজাত মনসুর, ফয়সল চৌধুরী, আব্দুল আজিজ, কাজী দেলওয়ার হোসেন, দিলওয়ার আহমেদ, জাহিদ আলী খুশনু, সেবুল চৌধুরী, আবিদুর রহমান বাবুল প্রমুখ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...