মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন বন্ধ ঘোষণা

প্রবাস ডেস্ক,

  • প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১, ৫:৩৯ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের একাধিক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হাইকমিশন ১ থেকে ১০ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাইকমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাইকমিশন ও আম্পাংয়ের ভিসা সেন্টারও বন্ধ থাকবে। তবে হাইকমিশন খোলার পর আবার সেবা চালু হবে। ইতোমধ্যে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না। ১০ জানুয়ারির নিকটতম সময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার জানিয়ে দেওয়া হবে। এছাড়া ২-৩ জানুয়ারি থেকে জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম চালু থাকবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...