জানুয়ারি মাস জুড়ে সিলেটে অনুশীলন করবে নারী ক্রিকেটাররা

এম. হাসান, সিলেট,

  • প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১, ৬:৩৫ পূর্বাহ্ণ

জানুয়ারি মাস ব্যাপী অনুশীলন ক্যাম্প করার জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল সিলেটে পৌঁচেছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল ৮টায় সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে নারী ক্রিকেট দলটি বেলা ২টায় সিলেটে পৌঁছায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ফরহাদ কোরেশী।

বিভাগীয় ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, সোমবার (৪ ডিসেম্বর) থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন পর্ব। ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সালমা-রুমানাদের এ মিশন। নারী দলের নতুন সহকারী কোচ ফয়সাল হোসেন পরিচালনা করবেন স্কিল ক্যাম্পটি। একমাসের ক্যাম্পে নিজেদের মধ্যে পাঁচটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে মেয়েরা। আগামী জুনে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখেই শুরু হয়েছে নারী দলের এই মিশন।

আগামী জুনে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাই। এখন পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের । ২০১১ থেকে তিন বার অংশ নিয়ে এই বাছাই পর্ব উৎরাতে পারেনি নারী দল। এবার শ্রীলঙ্কায় সেই আশা পূরণ হবে কি-না-তা নিয়ে ক্রিকেটভক্তদের মনে জেগেছে প্রশ্ন।

নারী দলের প্রধান কোচ অঞ্জু জৈনসহ সব কোচিং স্টাফ বিদায় নিয়েছেন গত বছর। নতুন কোচ চূড়ান্ত হয়নি এখনো। এই বছরের বিশ্বকাপ বাছাই পর্ব পর্যন্ত সহকারী কোচ হিসেবে নারী দলের দায়িত্বে থাকবেন সাবেক ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স।

ক্যাম্পে ডাক পাওয়া ৩২ টাইগ্রেস:
সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতাহেনা হাসনাত, সুরাইয়া আজমিন, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রাবেয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃঞ্চা, সানজিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার।

উল্লেখ্য, শনিবার (২ জানুয়ারি) দলে ডাক পাওয়া ৩২ ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফসহ ৪৪ জনের করোনা পরীক্ষা করা হয়। ক্যাম্পে সুযোগ পাওয়া ৩২ ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ এসেছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...