৩৪ বছরের রেকর্ড ভাঙল ভারত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১২:৩৪ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নজির গড়ল ভারত। রবিবার (২৪ জুলাই) পোর্ট অফ স্পেনের কুইন’স পার্কে ৩৪ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিলেন শিখর ধাওয়ানরা। সেই মাঠে এক দিনের ম্যাচে ৩০০-এর বেশি রান তাড়া করে প্রথম কোনো দল জিতল।

কুইন’স পার্কে এর আগে ১৯৮৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২৭২ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। গর্ডন গ্রিনিজ, রিচি রিচার্ডসনদের সেই রেকর্ড ভাঙলেন ধাওয়ানরা। ৩১২ রান তাড়া করে জিতলেন তারা। ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন শ্রেয়াস আয়ার, সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। তিন ব্যাটারই অর্ধশতরান করেন। শেষদিকে নেমে ৩৫ বলে ৬৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন অক্ষর।

ওয়েস্ট ইন্ডিজে এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করার তালিকায় তিন নম্বরে রয়েছেন শিখর ধাওয়ানরা। ২০১৯ সালে বার্বাডোজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬২ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। সেটাই সে দেশে কোনো দলের সর্বাধিক রান তাড়া করে জেতা। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বার্বাডোজেই ৩১৯ রান তাড়া করে জিতেছিল তারা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...