যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় আটজনের প্রাণহানি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ৪:২৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ভারী বৃষ্টির ফলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে বন্যায় তলিয়ে গেছে শত শত বাড়ি। আশ্রয়হীন লোকজন ছাদে কিংবা গাছে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ জুলাই) কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

এ প্রসঙ্গে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, এ অঞ্চলে আনুমানিক আট থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। এটি কেন্টাকিতে আমার জীবনের সবচেয়ে খারাপ বন্যার বিপর্যয়।

গভর্নর আরও বলেন, বন্যা শত শত বাড়ি নিশ্চিহ্ন করে দিয়েছে। আমাদের কয়েকটি কাউন্টির অর্ধেক পানির নিচে রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে আটজন প্রাণ হারিয়েছেন। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...