ঢাবির বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ আহত ১০

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ৩:৩১ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী বহনকারী মৈত্রী বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন৷ বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ীর কাজলাতে এ দুর্ঘটনা ঘটে৷

মৈত্রী রুটের বাসটির চাকা চলন্ত অবস্থায় পাংচার হয়ে ডান দিকে হেলে রাস্তার ডিভাইডারের ওপরে উঠে যায়৷ এ ঘটনায় আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে৷

বাসটির চালক ইউনুস প্রধান সবচেয়ে বেশি আহত হয়েছেন। শিক্ষার্থীরা তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন৷

ঘটনার প্রত্যক্ষদর্শী সানা উল্লাহ বলেন, বাসটির চাকা পাংচার হয়ে রাস্তার ডিভাইডারের ওপর উঠে যায় এবং প্রায় ১০ জনের মতো আহত হন৷

ড্রাইভারের অভিযোগ, চাকা মেয়াদোত্তীর্ণ। বারবার আবেদন করেও নতুন চাকা বরাদ্দ দেয়া হয়নি। নিম্নমানের চাকা ব্যবহারের ফলে আজকের এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বাসটি ক্যাম্পাসে আনার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...