জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আকমল হোসেনের সমর্থনে লন্ডনে জনসভা

মতিয়ার চৌধুরী, লন্ডন,

  • প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ১১:৩৯ অপরাহ্ণ

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনকে বিজয়ী করার আহবান জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সর্বস্থরের জগন্নাথপুরবাসী।

গত ১৯ অক্টোবর, বুধবার লন্ডন সময় সন্ধ্যা ৬ঃ৩০ টায় পূর্ব লন্ডনের কলিংউড হলে আকমল হোসেনের সমর্থনে মতবিনিময় সভায় বক্তারা ভোটারদের প্রতি আহবান জানান। । বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও যুবনেতা জুবায়ের আহমেদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।সভায় বক্তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কে দল থেকে বহিস্কার করার জোর দাবী জানান ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, মহিব চৌধুরী , কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মুকিত চুন্নু এম বি ই, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, পাইল গাঁও ইউনিয়নের চেয়ারম্যান মকলিছ মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সভাপতি মল্লিক শাকুর ওয়াদুদ, ইলিয়াছ মিয়া , আজিজুল হক,আব্দুর রহিম,সৈয়দ জুনাব রব্বানী , শাহ আলম কামালী, খলকু কামালী,শামীম আহমদ , সফিক আহমদ , তাহের কামালী , আঙ্গুর আলী ,সফিউল আলম বাবু, আনোয়ারুল ইসলাম , জান্নাতুল ইসলাম বাবুল , সৈয়দ আজিজুর রহমান শামীম , ছালেহ আহমদ , সৈয়দ তারেক আহমদ ,আকিক খান, আব্দুল ওয়াহিদ, মান্না দে, আবু বক্কর খান , সৈয়দ বেলাল , হারিক কামালী , কামরুল ইসলাম , সারোয়ার কবির,আলী আসকর, আব্দুল ওয়াদুদ , আহমেদ আবুল লেইস, আবু ইয়াছিন সুমন, সৈয়দ আলফু মিয়া ,কাজী শিপলু, আল মামুন, সুয়েব আহমদ , ময়নুল ইসলাম , সুমন আহমদ , রাসেদ আহমদ , আনোয়ার খান , এডভোকেট সুয়াইব আহমদ প্রমুখ৷ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে জগন্নাথপুরের বিপূল সংখ্যক প্রবাসী যোগ দেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...