১৮৩ জনের করোনা শনাক্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮৩ জন। এ নিয়ে দেশে মহামারি শুরুর পর থেকে এই ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জন।

একই সময়ে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪২৪ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ২৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮১ হাজার ৩৫৭ জনে।

দেশের ৮৮২টি পরীক্ষাগারে একদিনে ৩ হাজার ৮১৮টি নমুনা সংগ্রহ করা হয়। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৮০২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...