ঢাকায় রাজনৈতিক সহিংসতায় মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২, ৮:০০ অপরাহ্ণ

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এছাড়া ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

বার্তায় বলা হয়, বুধবার ঢাকায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস। আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার প্রতিবেদনে উদ্বিগ্ন। আমরা আইনের শাসনকে সম্মান করা এবং সহিংসতা, হয়রানি, ও ভয়ভীতি দেখানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

পিটার হাস বলেন, আমরা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এই প্রতিবেদনগুলো তদন্ত, মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে উত্সাহিত করি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...