ঢাকার সমাবেশে মুক্তাদিরের নেতৃত্বে সিলেট বিএনপি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ১১:১১ অপরাহ্ণ

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়েছেন সিলেটের শতশত বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদিকে শনিবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে সকাল সাড়ে ১০টায় সূচিত বিশাল সমাবেশে যোগ দেন তারা।
সকাল পৌনে ১০টায় রাজধানীর কমলাপুর টিটিপাড়া থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর একটি বড় মিছিল সমাবেশস্থলে যায়। এসময় স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা খালেদা জিয়াসহ বিএনপির সকল কারারুদ্ধ নেতাকর্মীর মুক্তি দাবি করেন এবং সরকারের পতন দাবি করেন।
খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন, ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগরের সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগরের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, সৈয়দ মইনুদ্দিন সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর সদস্য আকতার রশিদ চৌধুরী সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদল সভাপতি শাহ নেওয়াজ বকত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, মহানরের সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রন্জন চন্দ্র, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনজু আহমদ, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ লাকি, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লা শাফি সাহেদ, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল খাঁন ও ২৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন খান, জেলা জাসাসের আহ্বায়ক নিজাম উদ্দিন তরফদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, মহানগর ছাত্রদলর সহ সভাপতি আব্দুল করিম জোনাক, সহ সভাপতি তানভীর আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন লস্কর, মহানগর সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, সহ সাধারণ সম্পাদক আবুল আহমেদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মুক্তার আহমেদ, সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক তানভীর আহমেদ চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিম সরকার ও জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক রাহেল আহমেদ প্রমূখ। বিজ্ঞপ্তি

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...