সিলেটে স্টার লাইট কলেজের নবীন বরণ ও পিঠা উৎসব

দক্ষিণ সুরমা সংবাদদাতা,

  • প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ

সিলেটের দক্ষিণ সুরমার স্টারলাইট কলেজের নবীন বরণ ও পিঠা উৎসব এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুস্টিত বর্নাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন।

কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও কলেজের একাডেমিক কো. অর্ডিনেটর ও সিনিয়র প্রভাষক মো: মুহী উদ্দিনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. সুলতান আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজলিং গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, স্টারলাইট কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, গভর্নিং বডির সভাপতি ডাক্তার হোসাইন আহমদ, সোনার গাঁ আবাসিক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, বি.এল. এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম বাবুল।

বক্তব্য রাখেন একাডেমির ভাইস প্রিন্সিপাল জাহিদুজ্জমান স্বপন, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জহুরা খানম, বাংলা বিভাগের প্রভাষক আব্দুল লতিফ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সামছুল ইসলাম শরীফ, আল আমিন, রাফিয়া সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পরিচালক কামাল উদ্দিন, নুর আহমদ খান সাদেক, কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, সাব্বির আহমদ, শামসুন্নাহার বেগম মবরুল হোসেন, কাউসার আহমদ চৌধুরী, তৌফিকুল ইসলাম, ইমরান হোসেন প্রমুখ।

এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও কলেজের নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...