গুলি ও কুপিয়ে ডাকাতরা সাগরে ফেলে দিল ৯ জেলেকে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ণ


দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার রাতে এফবি ভাই ভাই নামে একটি ট্রলার ডাকাতের কবলে পড়ে। এসময় ডাকাতরা ট্রলারের ৯ জেলেকে কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে অন্যদের জিম্মি করে লুটপাট চালায়।

তাদের হামলায় ৯ জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত দেড়টায় গভীর সাগরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এফবি ভাই ভাই নামে একটি মাছ ধরার ট্রলার ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা ট্রলারের মাঝি ও ৮ জেলেকে কুপিয়েছে।

শনিবার বিকেলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত দেড়টার দিকে পায়রা বন্দর এলাকা থেকে গভীর বঙ্গোপসাগরে এই ডাকাতি ও হামলার ঘটনা ঘটে।

র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ বলেন, ‘বঙ্গোপসাগর ডাকাতির খবর শুনেছি। ট্রলার মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।’

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...