ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আলোচনা সভা অনুষ্ঠিত।

ইতালি প্রতিনিধি।,

  • প্রকাশিত: ৯ মার্চ ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আলোচনা সভা অনুষ্ঠিত।

ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার সভাপতি শাহজাহান কবির ইদ্রিস এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বেপারীর সঞ্চালনায় ঐতিহাসিক ৭ মার্চের ইতিহাস নিয়ে আলোচনা করেন ভেনিস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

তিনি বলেন বাঙালির শত বছরের শত সংগ্রামের অনিবার্য পরিণতি ছিল মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুধু বাঙালি জাতির নয় সমগ্রবিশ্বের স্বাধীনতাকামী নিপীড়িত মানুষের অনুপ্রেরণার বাণীতে পরিণত হয়েছে। আজ সেই ঐতিহাসিক ভাষণের ৫২ বছর পূর্ণ হতে চলেছে। বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর পর ঐতিহাসিক এ ভাষণেরও ৫২ বছর পূর্ণ হওয়ার ঘটনা বাঙালির জাতীয় জীবনের জন্য অন্যরকম এক তাৎপর্য বহন করছে।

এবার দ্বিতীয় বারের মতো এ দিবসটিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হচ্ছে। বিশ্ব ঐতিহ্যের অংশ বঙ্গবন্ধুর এ ভাষণ আমাদের সব সংকট-দুর্বিপাকে বার বার এসেছে দিশা হয়ে, এসেছে প্রেরণাদায়ী শক্তি হয়ে। ঐতিহাসিক এ ভাষণের মধ্য দিয়ে ‘স্বাধীনতা’ শব্দটিকে বাঙালি নিজেদের করে পেয়েছিল। কবি নির্মলেন্দু গুণ তাঁর কবিতা ‘স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো’-তে লিখেছেন- শত বছরের শত সংগ্রাম শেষে/রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে/অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।/তখন পলকে দারুন ঝলকে তরীতে উঠিল জল/হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার/সকল দুয়ার খোলা। কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?/গণসূর্য্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি:/‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,/এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’/সেই থেকে ‘স্বাধীনতা’ শব্দটি আমাদের।


ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আরো বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন ছৈয়াল, আবুল নূর আলী পাঠান জিল্লু, কাশেম সিকদার, মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক নিনি, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন বেপারী, রোমান মাল, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল,মোশারফ মোল্লা, আজাদ খান, জামাল খান, খোরশেদ মাঝি, ইকবাল হাওলাদার, মনির বেপারী, আবুল কালাম আজাদ, সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...