জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করবেন ৩৫ হাজার মুসল্লি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ

আসন্ন ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকাল সাড়ে ৮টায় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। ইতোমধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদগাহ মাঠের সব প্রস্তুতি শেষ করেছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় তিনি বলেন, এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রায় ৩৫ হাজার মুসল্লির এক সঙ্গে ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত।

মেয়র তাপস বলেন, সবাই মিলে আমরা খুব সুন্দর একটা পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করব। ঢাকাবাসীসহ সবাইকে জাতীয় ঈদগাহে আসার জন্য আবেদন জানাচ্ছি। মহিলাদের নামাজের জন্য এখানে আমাদের আলাদা ব্যবস্থা রয়েছে।

ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানিয়ে মেয়র বলেন, আপনারা ঈদের এই জামাতে আসবেন। আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। একইসঙ্গে সতর্কতার জন্য ঢাকাবাসীকে বলতে চাই, আপনারা কেউ দয়া করে দিয়াশলাই বা লাইটার সঙ্গে করে আনবেন না।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটছে এবং তীব্র তাপদাহ রয়েছে। সুতরাং সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। আগুন জ্বলতে পারে এমন কোনো বস্তু সঙ্গে আনবেন না। নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বাহিনীও এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকবে। সবাইকে নামাজে আসার জন্য আমি অনুরোধ করছি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হওয়ায় প্রতি বছর জাতীয় ঈদগাহের ব্যবস্থাপনার কাজ করে সংস্থাটি। এ বছরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ প্রকৌশল বিভাগের আওতায় এ জাতীয় ঈদগাহের কাজ চলছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, ৩০ হাজার বর্গমিটার ময়দানের ২৫ হাজার ৪০০ বর্গমিটার জুড়ে প্যান্ডেল করা হয়েছে। এর নিচেই জামাত আদায় করবেন মুসল্লিরা। এ ছাড়া সাধারণ পুরুষ প্রায় ৩১ হাজার এবং নারী ৩ হাজার ৫০০ জন মিলিয়ে প্রায় ৩৫ হাজার মানুষ নামাজে অংশ নেবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদগাহ মাঠে ১০টি এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা আছে। সেখানে সিলিং ফ্যান ৫৫০টি, স্ট্যান্ড ফ্যান ১৫০টি, মেটাল লাইট ৪০টি ও টিউব লাইট ৭০০টি রাখা হয়েছে। পাশাপাশি খাবার পানির ব্যবস্থা, ভিআইপি কাতারে জায়নামাজের ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা এবং বৃষ্টির পানি নিরোধক সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...