১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি ডলার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১:৫১ অপরাহ্ণ


পবিত্র ঈদুল আজহা যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সপ্রবাহ। চলতি জুন মাসের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১১২ কোটি ৫৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা) এই অর্থের পরিমাণ ১২ হাজার ২১৬ কোটি টাকা।

এ ছাড়া ১৬ দিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, তা প্রতিদিন গড় হিসাবে দেশে আসছে রেমিট্যান্স ৭ কোটি ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চলতি মাসের ১৬ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৭২ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৫ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৬০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক-সংশ্লিষ্টরা জানান, বৈধ পথে রেমিট্যান্স পাঠালে নগদ প্রণোদনা পাওয়া যায়। ঈদুল আজহা সামনে রেখে প্রবাসীরা দেশে পরিবার-পরিজনের কাছে রেমিট্যান্স পাঠাচ্ছেন। ফলে রেমিট্যান্সপ্রবাহ বাড়ছে। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...