পুনর্গঠন হচ্ছে ২ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ণ

নর্থ সাউথ ও মানারাত বিশ্ববিদ্যালয়ের পর আর্থিক, প্রশাসনিক, একাডেমিক অনিয়ম ও দুর্নীতি এবং অন্যায়ভাবে শিক্ষকদের চাকরিচ্যুতি করার মতো গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়ায় পুনর্গঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটি নামের আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ বা ট্রাস্টি বোর্ড (বিওটি)।

সোমবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে করণীয় ঠিক করতে একটি বৈঠক ডাকা হয়েছে। গোপনীয় এ বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তাও উপস্থিত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বৈঠকে দুটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে যারা আসবেন তাদের নাম চূড়ান্ত করা হতে পারে। নাম চূড়ান্তের পর সরকারপ্রধানের সম্মতি নিয়ে অনুমোদনের জন্য তা পাঠানো হবে বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর ও রাষ্ট্রপতির কাছে। তার অনুমতির পর নতুন ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের গেজেট প্রকাশ করা হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...