বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে দলগত প্রচেষ্টার বিকল্প নেই: আনোয়ার খান এমপি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ


আনোয়ার খান মডার্ণ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপির সঙ্গে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তাদের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার খান এমপির সভাপতিত্বে শনিবার বিশ্ববিদ্যালয়ের উত্তরা ক্যাম্পাসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

সভায় সভাপতির বক্তব্যে আনোয়ার খান এমপি শিক্ষার গুণগত মান উন্নয়ন ও গবেষণামূলক কর্মকাণ্ডে শিক্ষকদের আত্মনিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষায় মানোনিবেশের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন যে, বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে দলগত প্রচেষ্টার বিকল্প নেই। গুণগত মানের সঙ্গে সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের সাফল্য ও স্বীকৃতি তাদের কর্মজীবনে গৌরবান্বিত ভূমিকা রাখবে।

বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের গুণগত মানের উন্নয়নে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও অভিজ্ঞতা শোনেন। তিনি তাদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে সাথে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতার কথাও স্মরণ করেন।

মতবিনিময় সভায় আনোয়ার খান মডার্ণ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবুল হাশেম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. ফজলে আলী, রেজিস্ট্রার কর্ণেল মো. আনিসুর রহমান চৌধুরী, পিএসসি (অব.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল আলম উপস্থিত ছিলেন।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...