আরব আমিরাত থেকে কার্টনে মালামাল আনতে পারবেন না বাংলাদেশিরা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩, ৪:০০ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিমানবন্দরে কার্টন ও পোটলা আকারের লাগেজ গ্রহণ করা হবে না বলে এয়ারলাইন্সগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে বাংলাদেশ থেকেও যাতে কার্টন বা পোটলা আকারের লাগেজ চেক-ইন করানো না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এয়ারলাইন্সের হেড অফিস থেকে।

জানা গেছে, গোলাকৃতির কার্টন ও পোটলা লাগেজ বেল্টে দেওয়ার পর তা বেল্ট থেকে পড়ে যায়। সন্দেহজনক লাগেজে তল্লাশি চালানোর পর তা আর আগের মত বেধে ফেলা যায় না। কার্টন ও পোটলার ডেলিভারি দিতে বেশি সময় লাগে এবং বিমানে বেশি যায়গা লাগে। এসব কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর নির্দেশনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও কার্টন বক্সে নিষেধাজ্ঞা দিয়েছে। ১ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দর থেকে এই নিষেধাজ্ঞা আসলেও ভবিষ্যতে অন্য দেশ থেকেও এমন নিষেধাজ্ঞা আসতে পারে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...