এইচএসসি পরীক্ষায় নকল করায় ১৪ পরীক্ষার্থী বহিষ্কার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ


এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকল করার দায়ে ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্ব অবহেলার দায়ে মঙ্গলবারসকাল সাড়ে ১০টার দিকে

রাজবাড়ীর পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ভেন্যুতে এ ঘটনা ঘটে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, মঙ্গলবার সকালে এইচএসসি (ভোকেশনাল) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে তিনি ওই স্কুলকেন্দ্র পরিদর্শনে যান। এ সময় কেন্দ্রের একটি কক্ষ থেকে ১১ জন পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরা হয়। এছাড়া আরও তিনটি কক্ষ থেকে তিন পরীক্ষার্থীকে নকলসহ ধরা হয়।

তিনি জানান, এদের মধ্যে একজনের কাছে নকলের পাশাপাশি মোবাইল পাওয়া যায়। পরে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও কক্ষে দায়িত্ব অবহেলার কারণে পাংশার কলিমহর জহুরুন্নেছা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রভাষক স্বপন কুমার মণ্ডল এবং পাংশা আইডিয়াল গার্লস কলেজে প্রভাষক তাসলিমা খানমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

পরীক্ষার কেন্দ্রসচিব মো. আব্দুল মান্নান জানান, বহিষ্কার হওয়া পরীক্ষার্থীদের মধ্যে কালুখালী সরকারি কলেজের ৬ জন, পাংশার কসবামাজাইলের আলহাজ্ব আমজাদ হোসেন ডিগ্রি কলেজের ৬ জন ও কালুখালীর মাজবাড়ী জাহানারা বেগম কলেজের ২ জন।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...