গাজীপুরে কারখানায় আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ৮:২০ পূর্বাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈরে ডাইং কারখানায় লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, কালিয়াকৈরে চন্দ্রার খাড়াজোড়া সাফওয়ান ফয়েলস ও কোয়ালিটি ডাইং কারখানায় আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারণে জয়দেবপুর ও সাভারসহ আশেপাশের ১০টি ইউনিট যুক্ত হন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...