গ্রেপ্তার করলে ‘আত্মহত্যা’ হুমকি আদম তমিজীর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ৮:৪৫ পূর্বাহ্ণ

হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেপ্তার না করেই অভিযান সমাপ্ত করেছে র‍্যাব। র‌্যাব বলছে, নিজেকে আত্মহত্যার হুমকি দেয়ায় তাকে গ্রেপ্তার করা হয়নি।

এদিন রাত সাড়ে ১১টার দিকে তমিজি হককে গ্রেপ্তার না করার বিষয়টি জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, রাত ৯টার দিকে র‌্যাব–১ এর একটি দল আদম তমিজি হকের বাসায় অভিযান শুরু করে। একপর্যায়ে গ্রেপ্তার করা হলে আত্মহত্যার হুমকি দেন তমিজি। এমনকি স্ত্রীকেও হত্যার হুমকি দেন এই ব্যবসায়ী। সবকিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, তার বাসায় একজন বিদেশি নাগরিক রয়েছেন। তমিজী তাকে তার বন্ধু বলে দাবি করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি সরকার এবং প্রশাসন নিয়ে নানান কটুক্তি করেন। এছাড়াও বৃহস্পতিবার বিকেলে তার শ্রমিকদের আটকে রেখে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও লাইভে অভিযোগ করেন।

এর আগে গত ১৩ নভেম্বর দেশে ফিরেছেন আদম তমিজী হক।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...