ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট ভোগান্তি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২:৩৮ অপরাহ্ণ


ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে রামপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারে তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে এই দুর্ভোগ পোহাচ্ছেন লোকজন।

সরজমিনে দেখা গেছে, মাধবপুর হাইওয়ে হোটেলের সামনের ব্রিজের সংস্কার কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে রামপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই রাস্তায় এলোপাতাড়িভাবে গাড়ি চলাচল করায় উভয় দিকে শতশত গাড়ি আটকা পরে লোকজন চরম ভোগান্তিতে পড়েছে।

খাটিহাতা হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, মাধবপুর উপজেলার হাইওয়ে হোটেলের সামনে থেকে এই যানজটের সৃষ্টি হয়ে বিজয়নগর উপজেলার রামপুর পর্যন্ত গাড়ির লাইন লেগছে। ভোর সকাল থেকে পুলিশ রাস্তায় থেকে যানজট নিরসনে কাজ করছে। এখন কিছুটা গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে। অল্প কিছু সময়ের মধ্যে যানজট মুক্ত হবে বলে আশা করছি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...