সব
চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রাম নগরীতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজী হাট এলাকায় গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ওসমান গনি হুজুর নামের এক ব্যক্তির মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পৌনে ১টার দিকে গ্যাস লাইন লিকেজ হয়ে মূলত এ ঘটে বলে জানা গেছে।
আগুনে শিশুসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ওসি জাহিদুল কবির বলেন, তিন তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে চুলার লাইন লিকেজ হয়ে গ্যাস জমে ছিল। রাতে গৃহকর্ত্রী খাবার গরম করতে রান্নাঘরে গিয়ে ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে বিষ্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ওই পরিবারের পাঁচ সদস্য এবং পাশের ফ্ল্যাটেও আগুন ছড়িয়ে পড়ে আরও ছয় জন দগ্ধ হয়। বিষ্ফোরণে ঘরের দেয়াল, দরজা, জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওসি।
Developed by: Helpline : +88 01712 88 65 03