পাকিস্তান সফরের জন্য চমক রেখে বাংলাদেশ দল ঘোষণা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ

আগামী আগস্টে দুইটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সফরের শুরুতে দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগার বাহিনী। এরপর রয়েছে ওয়ানডে ম্যাচ।

মঙ্গলবার (৩০ জুলাই) আসন্ন সিরিজের জন্য আলাদাভাবে তিনটি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক রেখে মুশফিকুর রহিম-মুমিনুল হকদের মতো সিনিয়র ক্রিকেটারদের রাখা হয়েছে প্রথম চারদিনের ম্যাচে।

আগামী ৬ আগস্ট পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ ‘এ’ দল। ১০ এবং ১৭ আগস্ট দুইটি চার দিনের ম্যাচ আয়োজিত হবে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩, ২৫ এবং ২৭ আগস্ট। সবগুলো ম্যাচ আয়োজিত হবে ইসলামাবাদে।

প্রথম চার দিনের ম্যাচের দল: মোসাদ্দেক হোসেন সৈকত, মাইদুল ইসলাম অংকন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হোসেন সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু।

দ্বিতীয় চার দিনের ম্যাচের দল: এনামুল হক বিজয়, মোঃ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, রুয়েল মিয়া, জাকির আলী অনিক, তাওহীদ হৃদয়, মাইদুল ইসলাম অংকন, হাসান মুরাদ, তানভির ইসলাম, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।

ওয়ানডে ম্যাচের স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, মাহিদুল ইসলাম অংকন, মোসাদ্দেক হোসাইন সৈকত, জাকের আলী অনিক, রিয়াদ হোসেন, মেহেদী হাসান ও তানভীর ইসলাম।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...