চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস এসোসিয়েশন ইউকে’র সভা অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ

আগামী ১৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস এসোসিয়েশন ইউকে-র রি-ইউনিয়নে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহনের অনুরোধ জানানো হয়েছে।

গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস এসোসিয়েশন ইউকে-র কার্য্যকরী কমিটির এক সভায় এ আহবান জানানো হয়। পূর্ব লন্ডনের এ্যারোস্পেস ট্রাভেলস অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম ইয়াহ্ইয়া। সাধারণ সম্পাদক এস এম আবু নছর তালুকদার -এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে রি-ইউনিয়নে অংশ নেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, ট্রেজারার মাসুক আহমদ, মোঃ নুরুল ইসলাম, সামছুল আলম টিপু, চৌধুরী জিন্নাত আলী, আবদুল আহাদ, সায়েক আহমেদ, ইউসুফ রেজা, অনুপম সাহা, শিরিন তাজ মীরা, লুনা সাবরিনা, আনোয়ার হোসেন শাওন, সরওয়ার হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহজাহানসহ আরো অনেকে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...