টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৪২, নিখোঁজ ৫৯

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ২:২৩ অপরাহ্ণ

ভিয়েতনামের উত্তরাঞ্চলে শক্তিশালী টাইফুন ইয়াগির প্রভাবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জন নিহত। নিখোঁজ রয়েছেন ৫৯ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে ২৯ জন কাও বাং প্রদেশের, ৪৫ জন লাও কাই প্রদেশের এবং ৩৭ জন ইয়েন বাই প্রদেশের বাসিন্দা।

ইয়াগি চলতি বছর এশিয়ার কোনো দেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। এর প্রভাবে আরও বন্যা ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর।

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, নিহত-নিখোঁজের ঘটনাগুলোর বেশির ভাগ ঘটেছে ইয়াগির প্রভাবে ভূমিধস ও বন্যার কারণে।

গত শনিবার ভিয়েতনামের উত্তর-পূর্ব উপকূলে টাইফুনটি আঘাত হানে। এলাকাটিতে বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানির কারখানা রয়েছে।

ইয়াগির আঘাতে ভিয়েতনামের লাখো ঘরবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিভিন্ন মহাসড়ক পানিতে তলিয়ে যায়। ব্যাহত হয় টেলিযোগাযোগব্যবস্থা।

একটি মাঝারি আকারের সেতু ধসে পড়েছে। বহু গাছপালা উপড়ে পড়েছে। থমকে গেছে বিভিন্ন শিল্প এলাকার কার্যক্রম।

ভিয়েতনামে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী সংগঠনের চেয়ারম্যান হং সান বলেন, দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় এলাকায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার কারখানাগুলো ক্ষতির মুখে পড়েছে।

ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো-মেটিওরোলজিক্যাল ফোরকাস্টিং-এর পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরাঞ্চলের নদী তীরবর্তী নিচু এলাকায় বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে এবং পার্বত্য এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধস হতে পারে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...