চট্টগ্রামে এলএনজি সরবরাহ বিঘ্নিত, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩:১৪ অপরাহ্ণ

প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীস্থ ভাসমান টার্মিনাল বা ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ থেকে এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

পেট্রোবাংলা সোমবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

এ কারণে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কেজিডিসিএলের চট্টগ্রাম এলাকায় বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাসের কোন কোন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। ফলে এলএনজি সরবারহ বিঘ্নিত হচ্ছে।

তবে আজ সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে পেট্রোবাংলা।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে পেট্রোবাংলা দুঃখ প্রকাশ করেছে।

সূত্র : বিবিসি

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...