গাজায় ইসরায়েলি আগ্রাসন : জাতিসংঘের কড়া সমালোচনা করলেন এরদোয়ান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গাজাকে বিশ্বের সবচেয়ে বড় শিশু ও নারীদের কবরস্থানে পরিণত করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন তিনি। খবর আল জাজিরার।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় এরদোয়ান বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, মরছে জাতিসংঘ ব্যবস্থাও। পশ্চিমারা যে মূল্যবোধগুলোর কথা বলে, সেগুলো মারা যাচ্ছে, সত্য মরছে, এবং আরও ন্যায়পরায়ণ একটি বিশ্বে মানবতার বেঁচে থাকার আশা একের পর এক মারা যাচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমি এখানে সরাসরি আপনাদের জিজ্ঞেস করছি: গাজা ও অধিকৃত পশ্চিম তীরে যারা আছে, তারা কি মানুষ নয়? ফিলিস্তিনের শিশুদের কি কোনো অধিকার নেই?

হিটলারের সঙ্গেও নেতানিয়াহুর তুলনা করে এরদোয়ান মধ্যপ্রাচ্যকে আরও যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত করেন। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে থামানোর আহ্বান জানান।

এরদোয়ান বলেন, ৭০ বছর আগে মানবতার জোট যেমন হিটলারকে থামিয়েছিল, তেমনি নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে ‘মানবতার জোট’ দ্বারা থামানো উচিত।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জিত হওয়া উচিত। একটি বন্দিবিনিময় প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত, এবং গাজায় মানবিক সহায়তা বাধাহীনভাবে ও অবিচ্ছিন্নভাবে সরবরাহ করা উচিত।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...