সব
মতিয়ার চৌধুরী , লন্ডন,
বাংলাদেশে বর্তমান অন্তরবর্তি কালীন সরকারের সময়ে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে হিন্দুদের বাংলাদেশ থেকে বিতারিত করতে একটি উগ্রবাদী মহল সক্রিয় । ৫ই আগষ্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ীঘরে আগুন, ব্যবসা প্রতিষ্টনে লুটপাট এবং অত্যাচার অব্যাহত রয়েছে। শিক্ষাপ্রতিষ্টান সহ সকল সেক্টর থেকে হিন্দুদের চাকুরীচ্যুত করার পাশাপাশি জোর করে হিন্দুদের সম্পদ দখল করছে হিন্দু বিদ্ধেসীরা । মিথ্যা মামলা দিয়ে দেশের বিভিন্ন স্থানে নীরিহ হিন্দু এবং পুরহিতদের গ্রেফতার করা হচ্ছে। এরই ধারা বাহিকতায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা তাদের গ্রেফতার করা হয়েছে।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবীতে দাবিতে পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘‘সেকুলার বাংলাদেশ মুভমেন্ট‘‘ সহ ব্রিটেনে বসবাসরত সর্বস্থরের হিন্দুরা।
রবিবার ৩-নভেম্বর ২০২৪ লন্ডন সময় সকাল ১১টায় ব্যানার ফেষ্টুন হাতে এই প্রতিবাদ সমাবেশে শতাধিক হিন্দু অংশ নেয়। তাদের প্রতি একাত্মতা প্রকাশ করে বেশ কয়েকটি সংগঠন। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্যাকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে‘র পক্ষে পুষ্পিতা গুপ্তা, শুসান্ত গুপ্ত, রানা মেহের, নারী দিগন্তের ফেরদৌসী লিপি, ঘাতক-দালাল নির্মুল কমিটির পক্ষে সেয়দ এনামুল ইসলাম, স্মৃতি আজাদ, ইউনাইটেড হিন্দু ক্যালচারাল এসাসিয়েশনের পক্ষে দেবাশিস রায়,মনিষ শাহা, গণেশ ঘোষ, এসবিএল-এর পক্ষে অলক শাহা, ইউরোপীয়ার ওয়েলফেয়ার এসোসিয়েশনের আশিষ রায়, শ্যামল রায়, হিন্দু এসাসিয়েন ইউকের পক্ষে স্বরুপ সেন চৌধুরী, শিপন বর্মণ প্রমুখ।
সমাবেশে বক্তারা ব্রিটিশ সরকার সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের হিন্দুদের পাশে দাড়ানোর আহবান জানান। সমাবেশে বক্তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকলের মুক্তি সেই সাথে হিন্দু-খৃষ্টান-বৌদ্ধ ও অন্যান্য মাইনরিটি সম্প্রদায়ের উপর উগ্রবাদীদের জুলুম বন্ধ ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়।
Developed by: Helpline : +88 01712 88 65 03