দর্শকদের অনুরোধে দ্বিতীয় বারের মত মঞ্চস্থ হলো ট্রিও আর্টসের “আশালতা”

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ

সিজন অফ বাংলা ড্রামায় “আশালতা” মঞ্চস্থ হওয়ার পর দর্শকদের বিপুল সাড়া পাওয়া যায় আবারো মঞ্চস্থ করার জন্য। সোনালী বাংলাদেশের উদ্যোগে দ্বিতীয় বারের মত পূর্ব লÐনের একটি ভ্যানুতে ৬ই ডিসেম্বর মঞ্চস্থ হয় “আশালতা”। আবারো দর্শকদের মন কেড়ে নেয় অনুষ্ঠানটিতে। অনুষ্ঠান শেষে যে রিভিউ আসে তা অত্যন্ত সাফল্যজনক। বড় থেকে ছোট বাচ্চারাও ড্রামাটি উপভোগ করে।
সিজন অফ বাংলা ড্রামায় বরাবরের মত ট্রিও আর্ট তাদের সর্বোচ্চ অভিনয় কলা কৌশলের মাধ্যমে দর্শকদের মন জয় করে।
“আশালতা” লিখেছেন শায়লা শারমিন এবং নাট্যরূপও নির্দেশনায় ছিলেন রূবাইয়াৎ শারমিন ঝরা।
এবারের বিষয়বস্তু ‘আশা’ তাই এই নাটকের প্রধান দুটি চরিত্র আশা (একজন পধৎবৎ) এবং সামির (একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু) এদের সম্পর্কের মাধ্যমে শায়লা শারমিন দেখাতে চেয়েছেন মানুষ কিভাবে পরগাছার মতো একে অপরের উপর অবলম্বন করে বেঁচে থাকে এবং অসহায় মানুষ ও সুযোগ পেলে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। নির্দেশক নাটকটি নিয়ে আশাবাদী এবং আমাদের কমিউনিটি তে এ ধরনের অসহায় মানুষগুলো যে এখনও পুরোপুরি ভাবে গ্রহণযোগ্য নয় তা তিনি ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন নাটকের মাধ্যমে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইহান শাহীদ, মেহবুবা লিথি, আযান চৌধুরী, কাজী ফারহানা আকতার, রুমি হক, সাদেক আহমাদ চৌধুরী এবং রুবাইয়াৎ শারমিন ঝরা।

এছাড়াও সহযোগিতায় আয়হাম শাহীদ, অপু চৌধুরী, মেসবাহ শাহীদ, মাসুদ জামান, শাহনুর হোসেন। পরিশেষে রুবাইয়াৎ শারমিন ঝরা দর্শকদের উদ্দেশ্যে বলেন বাঙালী কমিউনিটিতে ট্রিও আর্টস দ্ইু যুগেরও বেশী সময় ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত এবং অবদান রেখে যাচ্ছে। গত গ্রীষ্মেও সঙ্গীতানুষ্ঠানে দর্শকদের মন জয় করতে সমর্থ হয়েছে। ট্রিও আর্টস তিনটি মিলে-মিশে আছে, যা সঙ্গীত, ড্রামা এবং নৃত্য।
তিনি আশা করেন আগামী বছরের গোড়ার দিকেই নৃত্য শিখার জন্য স্কুলের ব্যবস্থা করবেন যা তিনি বুলবুল একাডেমির শাখার সহিত সংযুক্ত আছেন এবং সাথে থেকেই পরিচালনা করে যাবেন। তাতে যেন সমাজের সর্বস্থরের মানুষের সহযোগীতার হাত বাড়িয়ে দেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...