প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অঙ্কে: হাসনাত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ২:৫০ অপরাহ্ণ

শিক্ষাকে গুরুত্ব দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শিক্ষা সবার অধিকার, বাণিজ্যের পণ্য নয়। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, হাজার টাকার আবেদন ফি, যাতায়াত ও থাকার খরচ—বর্তমান ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য এক ভয়ানক আর্থিক চাপ। প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অংকে।

হাসনাত আবদুল্লাহ বলেন, মেধার মূল্যায়ন নয়, বৈষম্যের দেয়াল টেনে দিচ্ছে এই ব্যবস্থা। উচ্চশিক্ষা কি শুধুই ধনীদের জন্য?

সবশেষে তিনি বলেন, আবেদন ফি কমাও, গুচ্ছ পদ্ধতি চালু রাখো।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...