প্রয়াণের শতবর্ষ পরেও উজ্জ্বল মনোমোহন দত্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ১:২৩ অপরাহ্ণ

বাংলাদেশের অন্যতম মরমী গীতিকবি মহর্ষি মনোমোহন দত্তকে নিয়ে সেমিনারের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়ার অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পরিষদ।

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

বাঙালি ভাববাদী সাহিত্য রচয়িতাদের মধ্যে মনোমোহন দত্ত অন্যতম (১৮৭৭-১৯০৯)। মাত্র ৩১-৩২ বছরের সংক্ষিপ্ত জীবনে রচনা করেছেন কয়েকশ ভাব ও ভক্তিসংগীত। তার রচিত বাণীগুলো নিবিড় ও গভীর অভিনিবেশ সহযোগে পাঠ করলে যেকোনো পাঠকই বিস্মিত হতে বাধ্য হবেন। তিনি সর্বধর্ম সম্মিলনীর পুরোধাপুরুষ। মহর্ষি মনোমোহন দত্ত এক গানে লিখেছেন—কোরান পুরান আদি বাইবেল কি বেদ/সবে ফুকারিয়া কয় তারা অবিচ্ছেদ।

তিনি বলেছেন, সব ধর্মের মর্মবাণী আসলে এক ও অভিন্ন। প্রয়াণের শতবর্ষ পরেও মনোমোহন দত্ত উজ্জ্বল, জ্যোতির্ময় এবং ভক্তকূলের ভালোবাসায় সিঞ্চিত। তার রচিত বাণীগুলো আজ অক্ষয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্প-সমালোচক রফিক সুলায়মান। প্রধান আলোচক সাতমোড়া আশ্রমের অধ্যক্ষ স্বাধী শঙ্করী দত্ত। সভাপতিত্ব করবেন অদ্বৈতমল্ল বর্মণ স্মৃতি পরিষদের সভাপতি কবি ড. শাহ মোহাম্মদ সানাউল হক।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...