সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই: প্রেস সচিব

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ

সব রাজনৈতিক দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বৈঠক নিয়ে শফিকুল আলম বলেন, বিএনপি থেকে মানবাধিকারের বিষয়ে জোর দেয়ার কথা বলা হয়েছে। ড. ইউনূস বলেছেন, কোনো অবস্থাতেই কোনো নাগরিকের মানবাধিকার লঙ্ঘন হবে না।

তিনি বলেন, জাতীয় নির্বাচন দ্রুত চায় বিএনপি। নির্বাচনের রোডম্যপ চেয়েছে বিএনপি। সরকারের পরিকল্পনা, চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ নাগাদ নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো যেসময় নির্বাচন চায় তখনই নির্বাচন হবে বলেও জানান তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...