সব
আন্তর্জাতিক ডেস্ক,
দক্ষিণ কোরিয়ার বুসান শহরের একটি হোটেল নির্মাণ সাইটে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে এখনও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছেন দমকলকর্মীরা। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালের দিকে বুসান শহরের ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য ৯০ জন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছে এবং বহুতল ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহার করছে।
এক অগ্নিনির্বাপক কর্মকর্তা বলেছেন, আমরা বর্তমানে ভবনের ভেতরে অনুসন্ধান করছি। পুলিশ এবং স্থানীয় সরকার শ্রমিকদের সঠিক সংখ্যা নির্ধারণ করছে (যারা ভিতরে ছিল)।
আগুনের টেলিভিশন ফুটেজে, কাঁচঘেরা আধুনিক উঁচু ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে বলে জানায় বার্তা সংস্থা এপি। ঘটনাস্থল থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেয়া হলেও সব শ্রমিককে উদ্ধার করা গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক বলেছেন, ‘দুর্ঘটনাস্থলে সব ধরনের জরুরি কর্মী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।’
ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে,নির্মাণাধীন এই হোটেলটি সিঙ্গাপুরভিত্তিক বিলাসবহুল হোটেল ও রিসোর্ট চেইন ‘ব্যানিয়ান ট্রি’র মালিকানাধীন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03